নিজস্ব প্রতিবেদন : ৯ই আগস্ট শুক্রবার সন্ধ্যা বেলাতে মুম্বইগামী শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেসের (১৮০৩০)যান্ত্রিক গন্ডগোল-ই জন্য খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনে দাঁড়িয়ে যায় যান্ত্রিক গন্ডগোল খবর পৌঁছে যায় খড়গপুর ডিভিশনে । এরপর, খড়গপুর ডিভিশনের ইঞ্জিনিয়ারদের তৎপরতায় প্রায় ঘন্টাখানেক ধরে মেরামতির কাজ চালানো হয়। তারপরই রাত্রি ৯টা নাগাদ মুম্বইগামী শালিমার এক্সপ্রেস ট্রেনটি রওনা দেয় মুম্বইয়ের উদ্দেশ্যে। রেলের তৎপরতায় বড়সড় বিপদ থেকে তাঁরা বেঁচে গিয়েছেন বলে মনে করছেন যাত্রীরা । জানা যায়, শালিমার-লোকমান্য তিলক এক্সপ্রেসের B-1 কামরার বাফারে কিছু সমস্যা হয়েছিল।এরপরই, মেরামতির কাজ করা হয়। এই ঘটনায় ট্রেনটিকে প্রায় ২ ঘন্টা থামতে হলেও, যাত্রীদের সুরক্ষিত ভাবে গন্তব্যস্থলের উদ্দেশ্যে পাঠানো সম্ভব হয়েছে বলে মনে করছেন খড়গপুর ডিভিশনের আধিকারিকরা। দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ADRM মনীষা গোয়েল জানান, শালিমার থেকে মুম্বইগামী শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বই উদ্দেশ্যে ট্রেনটি যাচ্ছিল। মুম্বইগামী শালিমার লোকমান্য তিলক এক্সপ্রেস ট্রেনের B-1 কামরায় সমস্যার কথা জানতে পেরে, খেমাশুলি স্টেশনে ট্রেনটিকে থামানো হয়। দ্রুত ওই সমস্যা রেক্টিফাই করে পাঠিয়ে দেওয়া হয়। খড়গপুর থেকে একটি টিম এসে আধ ঘন্টার মধ্যেই যান্ত্রিক সমস্যার সমাধান করতে পেরেছে।