নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর টাউন থানার অন্তর্গত ওটি রোডের উপরে ইন্দা নিউ টাউনের কাছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। বিভিন্ন নোংরা, ফেলে রাখা ময়লার মাঝে দেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দেহে ভনভন করছে মাছি। খবর দেওয়া হয় খড়গপুর টাউন থানায়। পুলিশই মৃতদেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।২-৩ দিন ধরে দেহটি পড়ে থাকতে পারে এখানে। তবে দেহটি এখনও শনাক্ত করা যায়নি। তবে প্রশ্ন উঠে, কীভাবে শহরের ব্যস্ততম রাস্তার ধারে এভাবে দেহ পড়ে রইল। কারণ, পুরসভার সাফাই কর্মীরা এখান থেকে আবর্জনা তুলতে আসেন। কারও নজরেই কি বিষয়টি আসেন, উঠছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শী রাম দত্ত বলেন, “খড়গপুর ঢোকার মুখে রাজ্য সড়কের পাশে পুরসভার ময়লা ফেলা হয়। সেখানেই ভিড় দেখে দাঁড়াই। দেখি একটা পচাগলা দেহ পড়ে আছে। ২-৩ দিন হবে হয়ত। পুলিশ তদন্ত করছে।