নিজস্ব সংবাদদাতা : ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আবহে দেশের বিমানবন্দরগুলিতে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। উত্তর, মধ্য এবং পশ্চিম মিলিয়ে দেশের প্রায় ২৭টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। আগামী ১০ মে অর্থাৎ শনিবার পর্যন্ত বিমানবন্দরগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বৃহস্পতিবারও ৪৩০টি বিমানও বাতিল করা হয়। জারি করা হয়েছে এনওটিএএম (NOTAM)। বিমান চালনার ক্ষেত্রে এনওটিএএম ব্যবহার করা হয় পাইলট এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের কোনওরকম অস্থায়ী পরিবর্তন বা বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য, যদি সেসব ক্ষেত্রে উড়ান প্রভাবিত হতে পারে এমন আশঙ্কা থাকে। ভারতের যে বিমানবন্দরগুলি বন্ধ রাখা হয়েছে সেগুলি হল—
১. লেহ
২. শ্রীনগর
৩. জম্মু
৪. চণ্ডীগড়
৫. পাঠানকোট
৬. অমৃতসর
৭. জয়সলমের
৮. যোধপুর
৯.বিকানের
১০.জামনগর
১১. ভাটিন্দা
১২. ধর্মশালা
১৩. শিমলা
১৪. রাজকোট
১৫. পোরবন্দর
১৬. ভুজ
১৭. হিন্দন
১৮. কিষাণগড়
১৯. কান্দলা
২০. গোয়ালিয়র
২১. কেশর
২২. ভুন্টার
২৩. গগ্গল
২৪. লুধিয়ানা
২৫. পাতিয়ালা
২৬. মুন্দ্রা
২৭. হালওয়ারা