নিজস্ব সংবাদদাতা : মহালয়ার রাতেই শুরু প্যান্ডেল হপিং। উপচে পড়া ভিড় শ্রীভূমিতে। মণ্ডপের বাইরে লম্বা লাইনে আট থেকে আশি সকলেই। সারিবদ্ধভাবে মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শন করছেন তাঁরা। এর পর পুজোয় আরও ভিড় বাড়বে। তুলনামূলক ফাঁকায় পুজো দেখতেই মহালয়ার রাতে ঠাকুর দেখে নিচ্ছেন বলেই দাবি দর্শনার্থীদের।কলকাতার বিখ্যাত পুজো মণ্ডপগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। লেকটাউনের এই পুজো এবার ৫২ বছরে পা দিয়েছে। নজরকাড়া থিমে প্রতিবার সকলের মন কাড়েন এই পুজো উদ্যোক্তারা। কখনও বাহুবলীর সেট, কখনও বা পদ্মাবত, পুরীর মন্দির থেকে ভার্টিকান সিটি আবার গতবার ডিজনিল্যান্ডের আদলে তৈরি হয়েছিল মণ্ডপ। চলতি বছর তিরুপতি বালাজি মন্দিরের আদলে সেজেছে শ্রীভূমির মণ্ডপ।