পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মানবিক মন নিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াতে ক্যান্সার রোগে প্রয়াত ঠাকুমা শ্যামারানী গাঁতাইতের স্মৃতিতে চুল দান করতে এগিয়ে এলো তিনবোন প্রিয়াঙ্কা গাঁতাইত, পিয়ালী গাঁতাইত ও পাপিয়া গাঁতাইত। উল্লেখ্য গতবছর আজকের দিনে এই তিন বোনের ঠাকুমা শ্যামারাণী গাঁতাইত ক্যান্সার আক্রান্ত হয়ে প্রয়াত হন। তাঁর স্মৃতিতে চুল দানে এগিয়ে এলেন মেদিনীপুর সদর ব্লকের মুন্সীপাটনা এলাকার বাসিন্দা এই তিন বোন। সোমবার বিকেলে তাঁরা মেদিনীপুর কুইজ কেন্দ্র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এই কাজটি সম্পন্ন করেন। কুইজ কেন্দ্রের পক্ষ থেকে এদের অভিনন্দন জানানো হয়েছে। এদের চুল পাঠানো হবে মুম্বাই এর মদত ট্রাস্টে।
