Skip to content

লাদাখে ভূমিধসে একটি বিশাল পাথর তাদের গাড়িতে আঘাত করে দুই তরুণ সেনার মৃত্যু!

নিজস্ব সংবাদাতা : বুধবার ৩০শে জুলাই লাদাখে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ ভারতীয় জওয়ানের। একই ঘটনায় আরও ৩ জন সেনাকর্মী আহত হয়েছেন। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ ডারবাক থেকে চংতাশে যাচ্ছিল সেনার কনভয়।

হঠাৎ পাহাড় থেকে নেমে আসা বিরাট পাথরের চাঁই আছড়ে পড়ে গাড়িতে। পাথরের আঘাতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ভারতীয় সেনার তরফে নিশ্চিত করা হয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেফ্টেন্যান্ট কর্নেল ভানু প্রতাপ সিং মানকোটিয়া এবং ল্যান্স দফাদার দলজিৎ সিংয়ের। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ সেনাকর্মী। আহত জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest