নিজস্ব সংবাদদাতা : ৩৭০ ধারা নিয়ে ফের উত্তপ্ত হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। বৃহস্পতিবার সকালে রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লেন শাসক এবং বিরোধী দলের বিধায়কেরা। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল মার্শালদের।নির্দল বিধায়ক শেখ খুরশিদ এবং জেলবন্দি সাংসদ ইঞ্জিনিয়ার রশিদের ভাই ৩৭০ অনুচ্ছেদ এবং 35A অনুচ্ছেদ পুনর্বহালের দাবি জানান বিধানসভায় ৷ এরপরেই জম্মু ও কাশ্মীর বিধানসভায় হট্টগোল শুরু হয় ৷ তীব্র বিরোধিতায় সোচ্চার হয়েছেন বিজেপি বিধায়করা। পাল্টা স্লোগান দিতে থাকেন শাসক শিবিরের বিধায়করা ৷ যা ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছয় ৷বিরোধী দলনেতা সুনীল শর্মা বুধবার পাশ হওয়া অনুচ্ছেদ ৩৭০ পুনরুদ্ধারের প্রস্তাবকে বেআইনি বলেছিলেন ৷ পাল্টা এদিন অধিবেশন শুরু হওয়ার পরেই শেখ খুরশিদ একটি ব্যানার নিয়ে হাউজের ওয়েলে এসে প্রদর্শন করতে থাকেন ৷ যেখানে লেখা ছিল, "আমরা ৩৭০ এবং 35A ধারা পুনরুদ্ধারের দাবি জানাই।" তা দেখেই কার্যত তেলে বেগুনে জ্বলে ওঠেন বিজেপি বিধায়করা ৷ খুরশিদকে এদিন পিপলস কনফারেন্সের বিধায়ক সাজাদ লোন এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি ওয়াহিদ পাড়া-সহ ট্রেজারি বেঞ্চের বিধায়করাও সমর্থন করেছিলেন। অন্যদিকে, বিরোধী দলনেতা সুনীল শর্মা বলেন, "আপনারা বিশেষ মর্যাদার নামে কাশ্মীরের মানুষকে হত্যা করেছেন।" এই অভিযোগে তোলপাড় শুরু হয় বিধানসভায়।