আসানসোল নিজস্ব প্রতিবেদন : সকালে টিকিটের লাইনে ভিড় দেখেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল। সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছিল উন্মাদনা। আর সন্ধ্যায় সত্য়ি হল সেই আশঙ্কা। কার্যত দমবন্ধ হয়ে যাওয়ার জোগাড়। পদপিষ্ট হয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। রবিবার ছিল আসানসোল উৎসবের শেষ দিন। টিকিট মাত্র পাঁচ টাকা। ফলে লাইন পড়ে লম্বা। সন্ধ্যায় যে ভিড় দেখা যায়, আসানসোলে অতীতে তা দেখা যায়নি কখনও। কিন্তু সকালের আঁচ থেকে পুলিশ প্রশাসন শিক্ষা নেয়নি। হুড়োহুড়িতে আহত হন সাত জন। ভর্তি হতে হয়েছে হাসপাতালে।অনুষ্ঠানে ঢুকতে গিয়েই শুরু হয়ে যায় হুড়োহুড়ি। পড়ে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাঁদের মধ্যে কয়েকজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী জানান, ভিড়ের মাঝে কেউ কাউকে ঠেলে ফেলে দেয়, কেউ কারও গায়ের ওপর দিয়ে চলে যায়। অনেকের মাথায়, বুকে চোট লেগেছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অনেক পরে পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।