নিজস্ব সংবাদদাতা : স্থায়ী উপাচার্য পেল রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয়। তালিকায় রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক আশুতোষ ঘোষ, যাদবপুরে উপাচার্য হলেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক আশিস ভট্টাচার্য, ঝাড়গ্রাম সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক চন্দ্রদীপা ঘোষ,বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক আবু তালেব খান এবং কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন অধ্যাপক উদয় বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যে ৩৬টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে ১৯টিতে স্থায়ী উপাচার্য থাকলেও ১৭টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়। রাজ্যের প্রস্তাবিত নামে সম্মতি দিতে রাজি হননি আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর পরেই রাজ্য-আচার্য সংঘাত চরমে ওঠে। মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরিস্থিতি এতটাই জটিল হয়, শীর্ষ আদালত কমিটি গঠনের নির্দেশ দেয়। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন সার্চ কমিটি তৈরি করে জট কাটানোর পথ খোঁজা শুরু হয়। আপাতত ৬টি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য পেল।