ভারী বৃষ্টির সম্ভাবনা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া.......
নিজস্ব প্রতিবেদন : আবারও তুমুল বৃষ্টি। ৭২ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। নতুন করে বৃষ্টিতে বর্ষার জলে জলস্তর আরও বাড়তে পারে নদীগুলির এই ধারণা করছে আবহাওয়া বিশেষজ্ঞরা। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় ভারী বৃষ্টি চলবে প্রায় উত্তরবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহার ও মালদাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা ও পূর্বদিকের জেলাগুলিতে বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। নিচু জায়গাগুলি ফের প্লাবিত হতে পারে এই আশঙ্কাও করা হচ্ছে।