Skip to content

৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাঁকুড়া স্টেডিয়ামে আয়োজিত দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান!

1 min read

নিজস্ব সংবাদদাতা : আজ দেশের ৭৭ তম প্রজাতন্ত্র দিবস। ২৬ জানুয়ারি সারা দেশে পালিত হয় প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস।বাঁকুড়া স্টেডিয়ামে প্রজাতন্ত্র দিবসের সকালে চোখে পড়ল এক অন্যরকম দৃশ্য।

জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গেই শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ, যেখানে নারী শক্তির দৃঢ় পদচারণায় মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ।

প্যারেডের বুটের তালে তালে স্টেডিয়ামের মাটি যেন কেঁপে ওঠে, আর সেই আওয়াজে শক্তি ও আত্মবিশ্বাসের বার্তা ছড়িয়ে পড়ে সর্বত্র।

ধুলোয় ভরা মাঠের মাঝেই ফুটে ওঠে শৃঙ্খলা, সাহস এবং দেশপ্রেমের এক অনন্য ছবি।উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলাশাসক সিয়াদ এন, পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য সহ একাধিক প্রশাসনিক কার্যকর্তা। জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদ এন। পরে বিভিন্ন সুসজ্জিত ট্যাবলো পুরো স্টেডিয়াম চত্বর প্রদক্ষিণ করে।

Latest