Skip to content

মেদিনীপুর শহরের ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের পরিচালনায় দিবা রাত্রি নকআউট মেদিনীপুর সকার চ্যাম্পিয়নশিপ ২০২৪!

নিজস্ব প্রতিবেদন : ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিবা-রাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট দেখতে মেদিনীপুর শহরের চার্চ স্কুল মাঠে ভিড় উপচে পড়ল। ওল্ড প্রদীপ সংঘ ক্লাবের পরিচালনায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শুরু হয় ১৬টি টিমে দিবা রাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা। ফাইনালের দু’টি দলের জন্যই পুরস্কার হিসেবে ছিল ৮০ হাজার ও ৬০ হাজার টাকা ও একটি ট্রফি । মেদিনীপুর শহরের চার্চ স্কুল মাঠে খেলা দেখতে বহু মানুষ ভিড় করেন। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বিভিন্ন জেলা ব্যাপী স্বনামধন্য ফুটবল দল। খেলাটির উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুর লোকসভার সাংসদ জুন মালিয়া, বিশিষ্ঠ ক্রীড়াবিদ অমীয় ভট্টাচার্য, সৌমেন খান, অনিমা সাহা, সন্দীপ সিংহ, নির্মাল্য চক্রবর্তী, অসিত পাল, সংগীতা ভট্টাচার্য প্রমুখ। টুর্নামেন্টের মূল উদ্যোক্তাদের মধ্যে আবির আগরওয়াল জানান, "বর্তমান প্রজন্মকে খেলার মাঠমুখী করার উদ্দেশ্যে নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন। ২৭ তম বর্ষে পড়ল আমাদের এই টুর্নামেন্ট"। অস্মিত রিজেন্সি ও এন এস বি ক্লাব ফাইনালে যায়। ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় এন এস বি ক্লাব এবং রানার হয় অস্মিত রিজেন্সি । ক্লাবের সম্পাদক নাড়ু জানা বলেন "এটা একটি মেদিনীপুর শহরে জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট, প্রায় রাত ৩টার সময় টুর্নামেন্টটি শেষ হয়" ।

Latest