Skip to content

কয়েকটি বেআইনি দোকানঘরকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ থেকে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বেআইনি ভাবে চলতো চোলাই মদের কারবারি, এমনই বেশ কয়েকটি বেআইনি দোকানঘরকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো প্রশাসনের তরফ থেকে।জানা গিয়েছে, মেদিনীপুর শহরের স্টেশন সংলগ্ন ওভার ব্রিজের নিচে বেআইনিভাবে গড়ে উঠেছিল বেশ কয়েকটি দোকান ঘর। আর সেই দোকানের মধ্যে চলত বেআইনি চলাই মদের ব্যবসা।পুলিশের অভিযোগ, এই চলাই মদ খেয়েই নেশাগ্রস্ত হতো স্থানীয়রা। যার ফলে প্রায় দিনই দেখা যেত রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনে কাটা পড়তো তারা। যার জন্য ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো রেল কর্তৃপক্ষকে। রেল পুলিশের এক আধিকারিক দীপক ঘোষের কথায়, " বিগত ৬মাসে প্রায় পাঁচ থেকে ছয়জন এইভাবে মারা গিয়েছে এই এলাকায়। সেই সাথে গত পরশুদিন অর্থাৎ মঙ্গলবার এই নেশা করেই মুখ দিয়ে রক্ত বেরিয়ে মারা গিয়েছেন। তাই জেলা প্রশাসন এবং জেলা পুলিশের নির্দেশ মত একটি বেআইনি চোলায় মদের দোকান এবং দুটি মদের চাটের দোকান অর্থাৎ মোট তিনটি অবৈধ দোকান ভেঙে ফেলা হল।

Latest