Skip to content

শুক্রবার অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা শাসক একাদশ বনাম সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুক্রবার অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জেলা শাসক একাদশ বনাম সাংবাদিক একাদশের প্রীতি ক্রিকেট ম্যাচ। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জেলা শাসক একাদশের ক্যাপ্টেন খুরশেদ আলী কাদরী। সাংবাদিক একাদশীর ক্যাপ্টেন বরুন দে সিদ্ধান্তে প্রথমে ব্যাট করতে নেমে মিডিয়া একাদশ নির্দিষ্ট ১৫ ওভারে রান করে ১৩৪। যদিও পাল্টা এরান তাড়া করতে নেমে ১৩ ওভার তিন বলেই প্রয়োজনে রান তুলে নেয় প্রশাসন একাদশ।অতি সহজেই তারা জিতে যায় এই ম্যাচে উইকেট হাতে রেখেই।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয় প্রশাসনের একাদশে এক পুলিশ আধিকারিক।এই প্রীতি ম্যাচ টানটান উত্তেজনার মধ্যেই ১৫ ওভারের খেলা সম্পূর্ণ হয়।

ফলে প্রথমে ব্যাট করতে নেমে মিডিয়া একাদশ নির্দিষ্ট ১৫ ওভারে রান করে ১৩৪। যদিও পাল্টা এ রান তাড়া করতে নেমে ১৩ ওভার তিন বলেই প্রয়োজনে রান তুলে নেয় প্রশাসন একাদশ।অতি সহজেই তারা জিতে যায় এই ম্যাচে উইকেট হাতে রেখেই।এই ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয় প্রশাসনের একাদশে এক পুলিশ আধিকারিক।যদিও এই প্রীতি ম্যাচ শেষ করার পরে পুরস্কার গুলি তুলে দেন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও জেলা শাসক খুরশেদ আলী কাদরি।প্রজাতন্ত্র দিবসের দিনে দর্শকরা একটি সুন্দর প্রদর্শনী ম্যাচ উপভোগ করলেন।খেলোয়াড়দের উৎসাহিত করতে মাঠে হাজির ছিলেন , মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, বিধায়ক দিনেন রায়, নির্মাল চক্রবর্তী, সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা।

Latest