Skip to content

ঊরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে মেদিনীপুর পৌঁছল একটি বিশেষ ট্রেন!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আলকাদেরী আল-বাগদাদী, মাওলাপাককে সম্মান জানিয়ে মেদিনীপুর জোড়া মসজিদে ১২৩তম বার্ষিক উরুশ উৎসবে অংশ নিতে একটি বিশেষ ট্রেন বাংলাদেশের রাজবাড়ী থেকে মোট ২২৫৬ জন তীর্থযাত্রীকে নিয়ে এসেছে। তাদের মধ্যে ১৩৫৬ জন পুরুষ, ৮৫৩ জন মহিলা এবং ৮৪ জন শিশু (৫৭ ছেলে এবং ৩২ জন মেয়ে) ছিল। আঞ্জুমান কাদেরিয়া বাংলাদেশের সভাপতি ও উরুশ স্পেশাল ট্রেনের নেতা মোহাম্মদ মাহাবুব আলম রহমান সাহেব উল্লেখ করেছেন যে প্রায় ৩ থেকে ৪ হাজার তীর্থযাত্রী মেদিনীপুরের মাওলা পাক উরুসে যোগ দেবেন, সড়ক বা বিমানে। শুক্রবার ভোর ৫টা ২০ মিনিটে ট্রেনটি মেদিনীপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়। রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের সংযোগস্থাপনের জন্য ‘দ্য মৈত্রী এক্সপ্রেস’ সব আলো কেড়ে নিলেও এই দুই দেশের মধ্যে ১৯০২ সাল থেকে অপর একটি ট্রেন এখনও চলাচল করছে। এটিকে কেনো বিশেষ যাত্রা বলা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে ইরাদাত আলী দ্য ডেইলি স্টারকে জানান, আব্দুল কাদের জিলানীর বংশধর মেদিনীপুরের বড় হুজুরের ভারত আগমনের দিনটিকে স্মরণ করে অনুষ্ঠিত ওরসে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রতিবছর বাংলাদেশ থেকে তার ভক্তরা মেদিনীপুর যান।

Latest