নিজস্ব প্রতিবেদন : দেশকে একসূত্রে বাঁধতে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ গত বছর দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় ১৫০ দিন ধরে কন্যাকুমারী থেকে কাশ্মীর যাত্রা করেছিলেন তিনি। যা কংগ্রেস নেতা-কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষকেও বিশেষভাবে উদ্দীপ্ত করেছিল। এবার লোকসভা নির্বাচনের আগেও দেশবাসীর কাছে পৌঁছতে ফের ভারত জোড়ো যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। তবে এবার পশ্চিম থেকে পূর্বে ‘ভারত জোড়ো যাত্রা’ হবে। এই যাত্রার নামে কিছুটা বদল আনা হয়েছে। কংগ্রেস এই যাত্রার নাম দিয়েছে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’। যা লোকসভা নির্বাচনের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ। এবারে বাংলার মানুষের কাছে এই যাত্রার অন্যতম আকর্ষণ হল, পশ্চিমবঙ্গের ৭টি জেলার মধ্য দিয়ে ৫ দিন ধরে যাত্রা করবেন রাহুল গান্ধী। এটা বাংলার রাজনীতিতে বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।কংগ্রেস সূত্রে খবর, আগামী ১৪ জানুয়ারি মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী। অরুণাচল প্রদেশ, অসম, পশ্চিমবঙ্গ-সহ মোট ১৫টি রাজ্যের ১১০টি জেলার উপর দিয়ে গিয়ে মহারাষ্ট্রের মুম্বইয়ে এই যাত্রা শেষ হবে। ৬৭ দিন ধরে মোট ৬৭০০ কিলোমিটার যাত্রা হবে। যার মধ্যে ১০০টি লোকসভা কেন্দ্র রয়েছে।