Skip to content

আসানসোল রেল ডিভিশন কুলটি স্টেশনে ভয়াবহ আগুন,আতঙ্ক স্টেশন চত্বরে!

নিজস্ব প্রতিবেদন : কুলটি স্টেশনে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। অগ্নিকাণ্ড এতটাই ভয়াবহ ছিল যে তার শিখা ছুঁয়ে ফেলেছিল ফুটওভার ব্রিজ। এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রী এবং স্টেশনের দোকানদারদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অবশেষে দমকলের দুটি ইঞ্জিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। শনিবার সকালে কুলটি স্টেশনে আগুন লাগে। ঘটনার জেরে সেখানে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ থাকে।সাড়ে সাতটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় স্টেশন চত্বরে আতঙ্ক ছড়িয়েছে।এই ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও স্টেশনের দোকানদাররাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মীরা। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাঁরা। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তদন্ত করে দেখছেন রেলের আধিকারিকরা।

Latest