Skip to content

আউট ওয়ার্নার, শুরুতেই অস্ট্রেলিয়াকে ধাক্কা দিলেন মহম্মদ শামি!

1 min read

নিজস্ব প্রতিবেদন :ওয়ার্নার আউট, ভারতকে প্রথম সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। জশপ্রীত বুমরাহের প্রথম বলে ওয়ার্নারের ক্যাচের সুযোগ হাতছাড়া করলেন বিরাট ও শুভমান। প্রথম ওভারেই ১৫ রান দিলেন বুমরাহ। বিরাট, রাহুলেরা রান করলেও প্রচুর বল খেললেন তাঁরা। সূর্যকুমার শেষ বেলায় বড় শট খেলতে পারেননি। ২৪০ রানেই আটকে গেল ভারত। বোলারদের উপর দায়িত্ব ভারতকে জেতানো।

Latest