Skip to content

অ্যাসিড হামলার শিকার দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  এবার অ্যাসিড হামলার মতো ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণীর ওপর অ্যাসিড ছুড়ল তাঁর পরিচিত এক যুবক। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অশোক বিহারের লক্ষ্মী বাঈ কলেজ। ঘটনার পর স্থানীয় ও কলেজ বাকি পড়ুয়ারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দীপচাঁদ বন্ধু হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষই থানায় ফোন করে খবর দেয়। হাসপাতালে পুলিশ এসে আক্রান্ত তরুণীর থেকে বক্তব্য শুনে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। যদিও ঘটনার পর থেকেই পলাতক তিন অভিযুক্ত।জানা যাচ্ছে, মুকুন্দপুরের বাসিন্দা ওই তরুণী কলেজে দ্বিতীয় বর্ষে পড়তেন। এদিন কলেজে ঢোকার আগে জিতেন্দ্র, আরমান ও ইশান নামে তিন যুবক বাইকে করে এসে তরুণীর মুখ লক্ষ্য করে অ্যাসি়ড ছোড়ে। কিন্তু বিপদ বুঝেই সে হাত দিয়ে মুখ আগলে দেয়। যার ফলে মুখে সেভাবে কোনও ক্ষতি না হলেও দুটি হাত তাঁর পুড়ে যায়। আহত অবস্থায় সে চিৎকার করে উঠলে কলেজের বাকি পড়ুয়া ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ জোগাড় করছে পুলিশ। সেই সঙ্গে ফরেন্সিক বিভাগও ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে।

Latest