Skip to content

রিকশা চালিয়ে মানুষ করা বাবারও স্বপ্ন ভেঙে খানখান করে দিলো অভিশপ্ত বিমান দুর্ঘটনা,আগুনে শেষ রাজস্থানের মেধাবী ছাত্রী!

বাবা মায়ের সাথে মেধাবী ছাত্রী পায়েল।

নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। মৃত যাত্রীদের মধ্যে নাম রয়েছে রাজস্থানের পায়েল খটিক নামে এক মেধাবী ছাত্রীর। লন্ডনের একটি কলেজে এম.টেক কোর্স করতে যাচ্ছিলেন পায়েল খটিক। কর্মসূত্রে গুজরাতের এক কোম্পানিতে কাজ করেন। সেই কোম্পানির থেকেই উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাওয়া। পেশায় বাবা সুরেশ ভাই খটিক মাল লোডিং রিকশা চালায়। তিল তিল করে টাকা জমা করে মেয়ের পড়াশোনা করায় যাতে তাঁর মতো মেয়েকে কষ্ট পেতে না হয়। কিন্তু জীবনের প্রথম স্বপ্ন পূরণ করতে গিয়ে মা বাবার মুখে হাসি ফুটাতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দিল পায়েল। সেই সঙ্গে রিকশা চালিয়ে কঠিন পরিশ্রম করে তাঁকে মানুষ করা বাবারও স্বপ্ন ভেঙে খানখান করে দিয়ে গেল বিমান দুর্ঘটনা। স্থানীয়রা জানান,পায়েল স্কুল জীবন থেকে ক্লাসে প্রথম স্থান অধিকার করে এসেছেন। তাঁর স্বপ্ন ছিল একদিন পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেবে কিন্তু বাবাকে কাজের থেকে ছুটি দেওয়ার আগেই নিজে সকলের কাছ থেকে ছুটি নিয়ে চলে গেলো অজানা দেশে। ভেঙে গেলো একজন বাবার মেয়ের শিক্ষার মাধ্যমে জীবনে সফল হওয়ার আশা। পায়েল খটিকের এক আত্মীয় বর্ণনা করেছেন যে লন্ডনে তার মেয়ের পড়াশোনার জন্য অর্থ জোগাড় করতে তার বাবা কীভাবে লড়াই করেছিলেন। আত্মীয় জানিয়েছেন যে তার পরিবার তার ভবিষ্যতের উপর অনেক আশা রেখেছিল। লন্ডনে তার পড়াশোনার খরচ বহন করার জন্য তারা সম্প্রদায় এবং অন্যান্য জায়গা থেকে ঋণ নিয়েছিলেন।

Latest