পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে খড়্গপুর লোকাল এলাকার বিয়াসা গ্রামে। কলাইকুণ্ডা এয়ারবেসে বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত শুকনিবাসা বিয়াসা গ্রামে ভেঙে পড়ল যুদ্ধবিমান ।দুপুর বেলায় মহড়া চলাকালীন একটি বায়ু সেনার একটি বিমান ভেঙে পড়ে। বিমানে থাকা দুই পাইলট প্যারাস্যুট নিয়ে ঝাঁপিয়ে কোনো মতে প্রাণ রক্ষা করে। বিমানটি ফাঁকা চাষের জমিতে পড়ায় হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বায়ু সেনার আধিকারিকরা। যদিও যুদ্ধবিমানের দুই পাইলট অক্ষত রয়েছেন। প্যারাশুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে সক্ষম হন বায়ুসেনার দুই পাইলট।বায়ুসেনার পাইলটদের বিচক্ষণতা ও দক্ষতায় জনবহুল এলাকা এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির অফিসাররা হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলে আসেন। পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। বায়ু সেনার সঙ্গে হাত মিলিয়ে জেলা পুলিশের তরফে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। সহযোগিতার হাত বাড়িয়ে দেন এলাকাবাসীরাও ।

