নিজস্ব সংবাদাতা : ১২ই জুন বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের মধ্যে জীবিত রয়েছেন এক ব্রিটিশ নাগরিক । ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছের লোকজনের সঙ্গে হেঁটে কথা বলছেন তিনি । ছবিতে বাহ্যিকভাবে যা দেখা গিয়েছে, তাতে বোঝা গিয়েছে তাঁর আঘাতও খুব গুরুতর নয় । লোকেরা যখন তাঁকে জিজ্ঞাসা করেছিল যে কী হয়েছে, তখন তিনি বলেছিলেন, "বিমানটি বিধ্বস্ত হয়েছে ।"সূত্র মারফত জানা গিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তির নাম বিশ্বাসকুমার রমেশ । তিনি দিউ থেকে আসা একজন প্রবাসী ভারতীয় । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন । দুর্ঘটনাগ্রস্ত বিমানের ১১এ ছিল তাঁর সিট নম্বর । চারদিকে শুধুই পুড়ে যাওয়া মৃতদেহের গন্ধ। কিন্তু তিনি হেঁটে আসছেন। বছর চল্লিশের বিশ্বকুমার রমেশ। সিট নম্বর ‘১১এ’। অলৌকিক? হতে পারে। কিন্তু ১০০ শতাংশ সত্যি। রাখে হরি মারে কে!

মৃত্যুর মুখ থেকে ফিরে তিনি এখন আমেদাবাদের আসরবার হাসপাতালে চিকিৎসাধীন। ‘১২ এ’ সিট কার ছিল? গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। বেঁচে ফেরেননি তিনি। তাঁর মতো আরও দুই শতাধিক যাত্রী। হাসপাতালে, দুর্ঘটনাস্থলের আশপাশে প্রিয়জনের দেহ হাতড়াচ্ছে পরিজন। ঘুরছে উদভ্রান্তের মতো। চেনাই যে দায়! পুড়ে খাক তো সবই! আর এই মৃত্যুর ধ্বংসস্তূপেই যেন নতুন জন্ম হল বিশ্বাসের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর চোখে, বুকে ও পায়ে গুরুতর চোট লেগেছে। ‘টেক অফের কিছুক্ষণের মধ্যেই কানে এল বিকট শব্দ। কোনওকিছু টের পাওয়ার আগেই ভেঙে পড়ে আমাদের বিমান। এক মুহূর্তে কী যে হয়ে গেল, বুঝতে পারিনি।’ হাসপাতালের বেডে শুয়ে বলছিলেন ব্রিটেনের এই নাগরিক। পরিবারের লোকজনের সঙ্গে দেখা করতে দিন কয়েকের জন্য ভারতে এসেছিলেন।
