Skip to content

ছেলের মার্কশিট ও TC আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : প্রতিবাদ জানানোয় ছেলের মার্কশিট ও TC আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং দশগ্রাম এস এস শিক্ষানিকেতনে। বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অরিন্দম ভট্টাচার্যের বাবা অতনু ভট্টাচার্যের অভিযোগ, গত জুলাই মাসে বিদ্যালয়ের হোস্টেলে থাকাকালীন তার ছেলের খেলতে গিয়ে বাম হাত ভেঙে যায়, অভিযোগ, ঘটনার পর তার ছেলের সুচিকিৎসার কোন ব্যবস্থা করেনি হোস্টেল বা স্কুল কর্তৃপক্ষ। এবিষয়ে বারবার স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনরকম সহযোগিতা করেনি তারা। ফলত বাধ্য হয়ে বিষয়টি লিখিত আকারে বিডিওকে অভিযোগ করে ছাত্রের পরিবার। এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে জানায় তার ছেলেকে স্কুল থেকে বের করে অন্যত্র ভর্তি করতে। তবে ঐ ছাত্রের মার্কশিট ও TC দিতে অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান। অবশেষে কোন উপায় না পেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এর দ্বারস্থ হয় ছাত্রের পরিবার।
যদিও এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান জিজ্ঞাসা করলে তিনি বলেন, ওই ছাত্রের হোস্টেলের থাকা খাওয়া বাবদ প্রায় সাড়ে ৮ হাজার টাকা বাকি আছে, তা মিটিয়ে দিলেই সমস্যা মিটে যায়।

Latest