Skip to content

ডাউন দুন এক্সপ্রেসে যাত্রীদের উপরে হামলার অভিযোগ!

নিজস্ব সংবাদদাতা : চলন্ত ট্রেনে দুষ্কৃতীদের তাণ্ডব। আহত একাধিক যাত্রী। ঘটনাটি ঘটেছে দুন ডাউন দুন এক্সপ্রেসে। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় অন্যান্য যাত্রীদের মধ্যেও। একই সঙ্গে এই ঘটনায় ফের একবার ট্রেনে যাত্রীদের নিরাপত্তা নিয়েও তৈরি হল বড়সড় প্রশ্নচিহ্ন।সোমবার রাতে দুন এক্সপ্রেসে হাওড়ায় আসছিলেন কয়েকজন যাত্রী। সংরক্ষিত এস ৯ কামরায় টিকিট ছিল তাঁদের। অভিযোগ ট্রেনটি বিহার রাজ্যের উপর দিয়ে আসার সময় ওই কামরায় ২ ব্যক্তি উঠে পড়ে। তারা জোর করে অন্য যাত্রীদের রিজার্ভ করা সিটে বসার চেষ্টা করে। তাতে আপত্তি জানান অন্যান্য যাত্রীরা। যার জেরে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ এরপর পরবর্তী স্টেশন আসতেই সেখানে উঠে পড়ে একদল বহিরাগত। এরপর এস ৯ কামরার যাত্রীদের উপরে হামলা চালান হয় বলে অভিযোগ। মারধর করা হয় একাধিক যাত্রীকে। 

Latest