Skip to content

৭৬০০ কিলোমিটার দূর ইতালির মিলান থেকে মেদিনীপুরে আদিবাসী শিশুকে দত্তক নিলেন এক ইতালীয় দম্পতি!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : ৭৬০০ কিলোমিটার দূর ইতালির মিলান থেকে মেদিনীপুরে এলেন এক ইতালীয় দম্পতি। সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরি তাঁদের হাতে তুলে দিলেন সরকারি হোমের অনাথ শিশু শুভ সরেনকে। তার বয়স এখন ৩ বছর। পেশায় ইঞ্জিনিয়ার এলবাস্ত রিবনী ও তাঁর স্ত্রী পেশায় ভিডিও মেকার এলিজাবেথ ফক্ক এর ৭ বছরের একটি মেয়ে রয়েছে। এরপর আর একটি সন্তান দত্তক নিতে আন্তর্জাতিক দত্তক সংস্থার (আফা) সঙ্গে যোগাযোগ করেন। সেই সংস্থার হাত ধরে মেদিনীপুরের সরকারি হোম থেকে সোমবার মকর সংক্রান্তির দিন শুভ কে নিয়ে গেলেন ভিসা পাসপোর্ট করে। পুরো প্রক্রিয়া সম্পন্ন করে ওই শিশু কে হস্তান্তর করলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশেদ আলি কাদেরি।জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহরের সরকারি বিদ্যাসাগর বালিকা ভবনে ২০২০ সালের মে মাসে পুত্র সন্তানের জন্ম দেন এক মানসিক প্রতিবন্ধী মহিলা। মেডিকেল বোর্ডের পর ওই মহিলাকে চিকিৎসার জন্য পাঠানো হয় মানসিক কেন্দ্রে। সেই সময় থেকেই সন্তানটি বড় হয়ে উঠছিল বিদ্যাসাগর বালিকা ভবনে। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেমপা  হুন্নাইয়া বিদ্যাসাগর বালিকা ভবনে মাঝেমধ্যে গিয়ে শিশুদের খোঁজখবর নিয়ে আসেন। দত্তক দেওয়ার প্রক্রিয়াও শুরু করেন তিনি। জেলা শাসক খুরশিদ আলি কাদরি বলেন, "মেদিনীপুরে বিদ্যাসাগর বালিকা ভবন থেকে ইন কান্ট্রি অ্যাডোপশন প্রক্রিয়ায় ৩৪ জন শিশুকে দেওয়া হয়েছে। তাছাড়া ইন্টার কান্ট্রি অ্যাডোপশনে চারজন শিশু, রিলেটিভ অ্যাডোপশনে ২ জন, স্টেপ পেরেন্ট অ্যাডোপশনে  ৪ জন শিশু মিলিয়ে মোট ৪৪ জন শিশুকে দত্তক দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে। এখনও হোমে ১২টি শিশু রয়েছে, এর মধ্যে দুটি শিশুকে বেলজিয়াম পাঠানো হবে। সেই প্রক্রিয়াও চলছে। শুধু এই শিশুদের দত্তক দেওয়াই নয় তাদের নজরদারি চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে।" আফা এর সংযোগকারী আধিকারিক সারা অ্যান্ড্রুজ বলেন, "ইতালির সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সমন্বয় সাধন করে শিশুটিকে ইতালি দম্পতির কাছে দত্তক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Latest