Skip to content

এপিডিআরকে কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় স্টল বসানোর অনুমতি দিল না এবং আবেদন খারিজ করলো কলকাতা হাই কোর্ট!

1 min read

নিজস্ব সংবাদদাতা : এপিডিআর (গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি )অনেক দশক থেকে ময়দানের কলকাতা বইমেলায় স্টল দিচ্ছে। প্রথমে কয়েকবছর ছাতা খাটিয়ে টেবিল দিত, তারপরে ছাউনি দেওয়া স্টল ছিল ।এবার কলকাতা ইন্টারন্যাশনাল বইমেলায় স্টল দিতে দেওয়া হচ্ছে না বলে গিল্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল এপিডিআর। প্রতি বছর কলকাতা বইমেলায় তাদের স্টল থাকে। কেন এ বার সেই অনুমতি দেওয়া হল না, প্রশ্ন তুলেছিল মানবাধিকার সংগঠনটি। তাদের অভিযোগ ছিল, বইমেলায় স্টল বণ্টনে স্বচ্ছতা দেখাচ্ছে না গিল্ড। ১০ জানুয়ারি, অর্থাৎ শুক্রবার হাই কোর্টে সেই মামলার শুনানি ছিল। ওই মামলা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। ফলে এ বছর বইমেলায় এপিডিআরের স্টল থাকছে না। আগামী ২৮ জানুয়ারি মঙ্গলবার (২০২৫) তারিখে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত।

Latest