Skip to content

যুবভারতী কাণ্ডে বড় মোড়: শতদ্রুর দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত!

1 min read
শতদ্রুর দত্ত।

নিজস্ব সংবাদদাতা : যুবভারতী ক্রীড়াঙ্গন সংক্রান্ত বিতর্কিত ঘটনায় ধৃত শতদ্রুর দত্তকে আগামী চোদ্দ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল বিধাননগর আদালত। বৃহস্পতিবার শুনানির শেষে আদালত এই নির্দেশ দেন। মামলার তদন্তে আরও গভীরে যেতে এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখতে এই হেফাজত জরুরি বলে দাবি করেছে রাজ্য। আদালতে সরকারি আইনজীবী স্পষ্টভাবে জানান, এই পর্যায়ে কোনওভাবেই যেন ধৃতের জামিন না দেওয়া হয়। তাঁর যুক্তি, যুবভারতীর ঘটনার নেপথ্যে কারা কারা যুক্ত, কীভাবে পরিকল্পনা হয়েছিল এবং আর্থিক লেনদেনসহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ এখনও সংগ্রহ করা বাকি। সেক্ষেত্রে অভিযুক্তকে পুলিশ হেফাজতে রেখে জেরা করা অত্যন্ত প্রয়োজনীয়। অন্যদিকে, শতদ্রুর দত্তের আইনজীবী পুলিশের ১৪ দিনের হেফাজতের বিরোধিতা করে বলেন, এত দীর্ঘ সময়ের হেফাজতের কোনও যৌক্তিকতা নেই। তাঁর দাবি, শতদ্রু মূলত অনুষ্ঠানের একজন আয়োজক মাত্র। তিনি কোনও বেআইনি কার্যকলাপে যুক্ত নন, শুধুমাত্র আয়োজন সংক্রান্ত দায়িত্ব পালন করেছিলেন। তাই হেফাজতের সময়সীমা কমানোর আবেদন জানান প্রতিরক্ষা পক্ষ। তবে রাজ্যের তরফে আইনজীবী অমিতাভ লাহা আদালতে পাল্টা যুক্তি দিয়ে বলেন, এই মামলায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ৩/৫ সেকশন সহ ৪৫ ও ৪৬ ধারায় মামলা রুজু করা হয়েছে, যা অত্যন্ত গুরুতর। তদন্তের স্বার্থেই পুলিশ হেফাজত অপরিহার্য বলে তিনি দাবি করেন। সব পক্ষের বক্তব্য শোনার পর আদালত শেষ পর্যন্ত পুলিশের আবেদন মঞ্জুর করে শতদ্রুর দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। এই নির্দেশের পর যুবভারতী কাণ্ডে তদন্ত যে আরও গতি পেতে চলেছে, তা বলাই বাহুল্য। এখন নজর, পুলিশের জেরায় সামনে আসে কি না নতুন কোনও চাঞ্চল্যকর তথ্য।

Latest