Skip to content

আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে একাধিক থানা ও ফাঁড়ির ওসি ও আইসি বদলের নোটিশ!

1 min read

নিজস্ব সংবাদদাতা: মঙ্গলবার ২৭শে জানুয়ারী পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরীর স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি নির্দেশিকা আসানসোল দুর্গাপুরের দপ্তর থেকে এই সংক্রান্ত নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী এডিপিসির মোট ১৯ জন সাব-ইন্সপেক্টর বা এসআইকে বিভিন্ন থানা ও ফাঁড়িতে বদলি করা হয়েছে। এই তালিকায় রয়েছে হিরাপুর, অন্ডাল, পান্ডবেশ্বর, বুদবুদ, ফরিদপুর, কোক ওভেন, এনটিএস, আসানসোল উত্তর থানা , আসানসোল সাউথ পিপি, চুরুলিয়া, কন্যাপুর, নিয়ামতপুর, শাঁকতোড়িয়া, বিধাননগর, জাহাঙ্গীর মহল্লা, পাঞ্জাবিমোড়, কেন্দা ও বরাকর আইসিদের নাম। ৬টি থানার ওসি ও ১০ টি ফাঁড়ির ইনচার্জ বা আইসিকে বদলি করা হয়েছে। তিন অফিসারকে থানা, আইসি ও এসবি থেকে ওসি ও ফাঁড়ি ইনচার্জ করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত চলতি বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এই মুহুর্তে এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব চলছে। ফেব্রুয়ারি মাসের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা রয়েছে। তারপরেই নির্বাচনে নির্ঘন্ট জারি করতে পারে নির্বাচন কমিশন।

Latest