নিজস্ব সংবাদদাতা : এশিয়া কাপ ২০২৫-এ পর্যন্ত দুঃস্বপ্নের মতো কেটেছে পাকিস্তানের। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে দুই সাক্ষাতে দু’বারই হেরেছেন। এবার এশিয়া কাপ-এর সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের দৌড়ে টিকে রইল পাকিস্তান। যদিও ম্যাচের একাধিক পর্যায়ে শ্রীলঙ্কা নিজেদের ভুলে জয় হাতছাড়া করে। দ্বিতীয় ম্যাচে জয় না পেলে ফাইনালে পৌঁছানোর রাস্তা বন্ধ হয়ে যেত পাকিস্তানের। তাই এই জয় পাকিস্তানের কাছে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে শুরু থেকেই দখল নেয় পাকিস্তান, কিন্তু শ্রীলঙ্কার মিডল-অর্ডার কিছুটা ঘুরে দাঁড়ালেও শেষ পর্যন্ত তাদের ভুল ফিল্ডিং, ক্যাচ মিস ও বাজে রানিং-এর খেসারত দিতে হয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কা যদি আরও সতর্ক হয়ে খেলত, তাহলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত। পাকিস্তানের ব্যাটিং লাইনআপও চাপে ছিল, কিন্তু লঙ্কানদের ভুলেই তারা জয়ের দিকে এগোয়। এখন দেখার, শেষ ম্যাচে পাকিস্তান কেমন পারফর্ম করে এবং ফাইনালে জায়গা করে নিতে পারে কিনা। সেই স্বপ্ন জিইয়ে, এশিয়া কাপের ফাইনালে ফের একবার ভারত বনাম পাকিস্তান ম্যাচ।
শ্রীলঙ্কা: ১৩৩-৮
পাকিস্তান: ১৩৮-৫
