নিজস্ব সংবাদদাতা : বর্তমান সমাজে ইন্টারনেট বা সমাজমাধ্যম নিত্য প্রয়োজনীয় মাধ্যম হয়ে উঠেছে। এর উপকারিতা যেমন আছে অপকারিতার নজিরও কম নয়। বিশেষ করে নাবালকদের। এবার সেই বিষয়টির দিকে নজর দিয়ে ছোটদের জন্য সমাজমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে দিল অস্ট্রেলিয়া সরকার। এই নিয়ম প্রযোজ্য হবে ফেসবুক, টিকটক, এক্স, স্ন্যাপচ্যাট, ইনস্টাগ্রাম প্রভৃতি সব প্রচলিত সমাজমাধ্যম গুলিতে। অস্ট্রেলিয়া এই সংক্রান্ত বিল পাশ করে আইন করে ছোটদের সমাজমাধ্যম ব্যবহার বন্ধ করা হয়েছে। বিলে জানানো হয়েছে, ১৬ বছরের কমবয়সিদের অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করার দায়িত্ব থাকবে সংস্থাগুলিরই। এমনকি সমাজমাধ্যম ব্যবহার করতে দেখা গেলে পদক্ষেপ করা হবে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে। তিন কোটি ৩০ লক্ষ ডলার ক্ষতিপূরণ ক্ষতিপূরণ দিতে হবে অস্ট্রেলিয়া সরকারকে। জানা গিয়েছে যে দেশের ৭৭ শতাংশের বেশি মানুষ শিশুদের জন্য সমাজমাধ্যমে নিষেধাজ্ঞার পক্ষে।