Skip to content

বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন,রাজ্য পুলিশ চালু করছে একটি হেল্পলাইন!

নিজস্ব সংবাদদাতা: বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন একাধিক শ্রমিক। রাজ্য পুলিশ সুবিধার্থে নতুন হেল্পলাইন নম্বরের উদ্যোগ নিয়েছেন। বাংলা থেকে ভিনরাজ্যে কাজ করতে গিয়ে সম্প্রতি অনেকে নানা সমস্যার মুখে পড়ছেন। নানারকম হেনস্থার শিকার হচ্ছেন বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যাঁরা ভুক্তভোগী, তাঁদের বা তাঁদের পরিবারের লোকজন এই সমস্যার কথা কাকে জানাবেন, কীভাবে জানাবেন, সেই বিষয়ে তাঁদের কোনও স্পষ্ট ধারণা নেই। এ ছাড়া, পরিবারগুলির সুবিধার্থে রাজ্য পুলিশ চালু করছে একটি হেল্পলাইন। হেল্পলাইন নম্বর হল ৯১৪৭৭২৭৬৬৬ (9147727666)।

খবর অনুযায়ী এই নম্বরে শুধু হোয়াটস্যাপ করা যাবে। প্রয়োজনমত মেসেজ করে প্রয়োজনীয় যাবতীয় তথ্য এখানে দেওয়ার কথা বলা হয়েছে। তারা জানিয়েছে নিজের নাম-ঠিকানাসহ সবটা করতে হবে। এইভাবে প্রতিটি তথ্য যাচাই করে সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ মাধ্যমে রাজ্য পুলিশের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। বিগত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন রাজ্যে 'বাংলাদেশি' সন্দেহে পুলিশের কাছে হেনস্থা হতে হচ্ছে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের।

Latest