Skip to content

বাংলার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ, ঘোষণা বাংলার মুখ্যমন্ত্রী!

1 min read

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধনী মঞ্চেই এই ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত সৌরভের হাতে সঙ্গে সঙ্গেই নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।বাংলার মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে সৌরভের সম্পর্ক বারবারই ভাল। নানা রাজনৈতিক জল্পনা তৈরি হলেও মুখ্যমন্ত্রী ও মহারাজের মধ্যে কখনও দূরত্ব তৈরি হতে দেখা যায়নি। গত সেপ্টেম্বর মাসে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে মাদ্রিদ গিয়েছিলেন সৌরভও। স্পেনীয় বণিক মহলের সামনে বাংলার শিল্প সম্ভাবনা তুলে ধরেন তিনি। পাশাপাশি সৌরভ বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। মঙ্গলবার বাণিজ্য সম্মেলনে উপস্থিত হয়ে সৌরভ নতুন করে স্পেনের ঘোষণা নিয়ে অবশ্য নতুন করে কিছু বলেননি। তবে নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন। সৌরভ বলেন, ‘‘আমায় টেলিভিশনে দেখলেই উনি এসএমএস করেন। আমি এসএমএস করলে এক মিনিটে জবাব দেন। খুব কম এইরকম হয় যে দিদির এসএমএসের জবাব দিতে দেরি করেন।’’ সৌরভ বোঝাতে চান ব্যক্তিগত স্তরে মমতা এতটাই যত্নশীল। সেইসঙ্গে সৌরভ এও বলেন, ‘‘রাজ্যে সত্যিই বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে। আপনারা আসুন।’’মুখ্যমন্ত্রীর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সুর চড়িয়েছিলে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা এই সম্মেলনকে ‘অশ্বডিম্ব’ বলে কটাক্ষ শোনা গিয়েছিল। কিন্তু, এদিন রাজ্যে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগের বার্তা দিয়েছেন মুকেশ আম্বানি।

May be an image of 11 people, dais, newsroom and text

Latest