Skip to content

বাংলায় আরও ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী !

নিজস্ব সংবাদদাতা : আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে।লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে শুরু করে দিয়েছিল কমিশন। ভোটের জন্য বাংলায় আরও বাহিনী পাঠাচ্ছে নির্বাচন কমিশন। সব কিছু ঠিকঠাক থাকলে, প্রথম দফার ভোটের আগেই এই ১০০ কোম্পানি বাহিনী বাংলায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা। এই ১০০ কোম্পানি বাহিনীর মধ্য়ে রয়েছে ৫৫ কোম্পানি সিআরপিএফ ও ৪৫ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী। ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে ভোটের ডিউটিতে বাংলায় পাঠাচ্ছে কমিশন। ইতিমধ্য়েই এই সংক্রান্ত প্রয়োজনীয় সবুজ সংকেত এসে গিয়েছে। এতদিনে ১৭৭ কোম্পানি বাহিনী বাংলার বিভিন্ন জেলায় মোতায়েন হয়ে গিয়েছে। এবার আরও ১০০ কোম্পানি বাহিনী আসছে। ফলে সব মিলিয়ে এখনও পর্যন্ত বাংলায় নির্বাচনের জন্য ২৭৭ কোম্পানি বাহিনী নিশ্চিত হল। কমিশনের থেকে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা রাখা হবে। তবে ঠিক কত সংখ্যক বাহিনী মোতায়েন হবে বাংলার ভোটের জন্য, সেই বিষয়টি কমিশনের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

Latest