Skip to content

প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ শেখ হাসিনার ,দেশ ছাড়লেন!

ঢাকা, জাকির হোসেন:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। পদত্যাগ করে বেলা আড়াইটার দিকে থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। তাঁর সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে জানা গেছে।সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, শেখ হাসিনার বাসভবনে ঢুকে পড়েছেন লক্ষাধিক ক্ষিপ্ত জনতা। ধানমণ্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতেও হামলার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে। বিক্ষোভে উত্তাল ঢাকায় বঙ্গবন্ধুর মূর্তির উপরে উঠে যান কয়েকজন বিক্ষোভকারী। বঙ্গবন্ধুর মূর্তি গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তারা। আজ দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। সেনাপ্রধান জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ চালানো হবে। দেশ ছাড়ার আগেই পদত্যাগ করেছেন শেখ হাসিনা। সূত্রের খবর, তিনি আগরতলা হয়ে দিল্লিতে যাবেন।

Latest