Skip to content

বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, রণক্ষেত্র!

1 min read

ঢাকা, জাকির হোসেন: বাংলাদেশের সবচেয়ে বড় ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বর্তমান ও প্রাক্তন ইমামের অনুসারীদের মধ্যে ২০ সেপ্টেম্বর শুক্রবার মারামারির ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, বায়তুল মোকাররমের বর্তমান ইমাম ও খতিব মুফতি ওয়ালিয়ুর রহমান জুমার নামাজের বয়ান করছিলেন। এমন সময় পলাতক ইমাম মুফতি রুহুল আমিন অনুসারীদের নিয়ে মসজিদে এসে বর্তমান ইমামের মাইক্রোফোনে হাত দেন। এমন সময় বর্তমান ইমামের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন। তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে করে মসজিদে নামাজ পড়তে আসা মানুষজন বিচলিত হয়ে পড়েন। অনেকে ওই সময় মসজিদ থেকে বেরিয়ে পড়েন। পরে পরিবেশ কিছুটা শান্ত হলে দুপুর সোয়া একটার দিকে আবার নামাজ পড়তে তারা মসজিদে প্রবেশ করেন। এদিকে, এমন ঘটনার খবর পেয়ে দ্রুত মসজিদে আসেন সেনা সদস্যরা। এছাড়া আগে থেকেই মসজিদ এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য পাহারা দিচ্ছিলেন। ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামীপন্থী বলে পরিচিত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন আত্মগোপনে চলে যান। পরে ইমাম ও খতিবের দায়িত্ব দেওয়া হয় ওয়ালিউর রহমানকে৷

Latest