Skip to content

অবশেষে বাঁকুড়া থেকে জয়রামবাটি - কামারপুকুর,এই রেল প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী!

1 min read

নিজস্ব সংবাদদাতা : অবশেষে বাঁকুড়া থেকে শুরু হলো ট্রেন চলাচল।বহুদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাস্তবায়িত হচ্ছে এই রেল প্রকল্প। রবিবার, ১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই রেলপথের উদ্বোধন করেন । রেল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বাঁকুড়া থেকে ময়নাপুর পর্যন্ত চলাচল করা লোকাল মেমু ট্রেনটির রুট সম্প্রসারিত করে জয়রামবাটি পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ময়নাপুরের সঙ্গে যুক্ত হল বড়গোপীনাথপুর ও জয়রামবাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি উদ্বোধন করেন জয়রামবাটি ষ্টেশন থেকে এই ট্রেনের।

এই সম্প্রসারিত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৫ কিলোমিটার। এটি তারকেশ্বর–বিষ্ণুপুর রেল প্রকল্পেরই একটি অংশ।নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন একটি মেমু ট্রেন বাঁকুড়া ও জয়রামবাটির মধ্যে যাতায়াত করবে। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ট্রেনটি বাঁকুড়া থেকে ছাড়বে এবং রাত ৮টায় পৌঁছবে জয়রামবাটিতে। ফিরতি পথে রাত ৮টা ১০ মিনিটে জয়রামবাটি ছাড়ার পর রাত ১০টায় ট্রেনটি বাঁকুড়ায় পৌঁছবে। পথে মোট আটটি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি— ভেদুয়াশোল, ওন্দাগ্রাম, রামসাগর, বিষ্ণুপুর, বিরসা মুণ্ডা, গোকুলনগর-জয়পুর, ময়নাপুর ও বড়গোপীনাথপুর।

Latest