বাঁকুড়া নিজস্ব প্রতিবেদন : মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের।মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ।বাঁকুড়া জেলার দুর্লভপুর শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র।এটি দামোদর ভ্যালি কর্পোরেশনের একটি কয়লাচালিত তাপবিদ্যুৎ কেন্দ্র। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, ওই শ্রমিক সোমবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তাঁর শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকেই তাঁর দুমড়ে মুচড়ে যাওয়া তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলেছে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মচারীদের নিরাপত্তা নিয়ে।