Skip to content

আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় বাঁকুড়ায় ছেলে ও মেয়েরা!

নিজস্ব সংবাদদাতা : চলতি মাসের ২৫শে থেকে ২৭শে জুলাই তিনদিনব্যাপী কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চলছে নটি দেশের প্রতিযোগীদের নিয়ে আন্তর্জাতিক ২০২৫ ক্যারাটে প্রতিযোগিতা। এই তালিকায় ভারতের পাশাপাশি ছিল বাংলাদেশ, ভুটান, নেপাল, এবং শ্রীলঙ্কাও।

সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ৫০০০ প্রতিযোগী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় বাঁকুড়ার জয়জয়কার। কলকাতার নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগীতায় ৪ টি সোনা, ১ টি রুপা ও ৮ টি ব্রোঞ্জ পদক জয় করেন এখানকার প্রতিযোগীরা।ক্যারাটে আকাদেমীর প্রশিক্ষক ও বাঁকুড়া ডিষ্ট্রিক্ট স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়াশনের সাধারণ সম্পাদক অমিত কর মোদক বলেন, নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত তিন দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগীতায় দেশের গণ্ডি ছাড়িয়ে মালেশিয়া, নেপাল, ভুটান থেকেও প্রতিযোগীরা অংশ নিয়েছিল।

পুয়াবাগান, খাতড়া ও বাঁকুড়া আকাদেমী থেকে ১২ জন প্রতিযোগী বাঁকুড়ার প্রতিনিধিত্ব করে। তাদের মধ্যে বিভিন্ন বিভাগে ১৩ টি পদক জেলার প্রতিযোগীরা জয়লাভ করেছে । নারীদের জন্য ক‍্যরাটের মতো আত্মরক্ষামূলক খেলা শেখা খুবই জরুরি। বর্তমানে নারীরাও মার্শাল আর্টের মতো খেলাধুলায় সক্রিয় অংশ নিচ্ছে।

Latest