নিজস্ব সংবাদদাতা : প্রসঙ্গত, পৃথিবীর সর্বোচ্চ মটোরেবল পাস লাদাখের চাংথাং এলাকার পর্বত গিরিপথ “উমলিং লা”, যার উচ্চতা ১৯০২৪ ফুট। যেখানে এর আগে পর্যন্ত বাইক নিয়ে কোনও মহিলা যেতে পারেননি। সফলভাবে এই অভিযান করায় এই দুই মহিলা অভিযাত্রীর নাম ইন্ডিয়া বুক অফ রেকর্ডেও স্থান পেতে চলেছে। এমন এক মহৎ উদ্দ্যেশ নিয়ে গত ৩ অক্টোবর বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি বা বেনা’র চারজনের একটি দল বিপদ সংকুল পর্বতের রাস্তায় মোটরসাইকেল চালানোর অভিযানে বের হন। সঙ্গে ছিল মাইনাস ৭ থেকে মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা। এই আবহাওয়ায় বাইক চালান খুবই দুষ্কর একটি কাজ। খুব কষ্টের হলেও দলের অদম্য চেষ্টা তাদেরকে সফলতার শিখরে পৌঁছে দেয়। ডাঃ সুনীতা বাগদি বলেন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ তো বটেই সমগ্র বাঙালি জাতির কাছে দুই বাঙালির মহিলার এই সফলতা রীতিমতো গর্বের। লাল মাটির দেশের দুই মহিলার এই বিজয়গাঁথা আগামীদিনে অনুপ্রেরণা যোগাবে নতুন প্রজন্মের যুবক যুবতীদের।