Skip to content

পিসেমশাইয়ের প্রেমে স্বামীকে খুনের ছক! আটক বরাহনগরের বধূ!

নিজস্ব সংবাদদাতা : পরকীয়া প্রেমে স্বামী যেন বাধা না হয়ে দাঁড়ায়, তাই তাঁকে খুনের জন্য মেটিয়াবুরুজ থেকে ভাড়াটে গুন্ডা আনার অভিযোগ উঠল স্ত্রী ও পিসেমশাইয়ের বিরুদ্ধে। গুলি চলে রাস্তায়, অল্পের জন্য প্রাণে বাঁচেন স্বামী। শেষমেশ পুলিশের জালে ধরা পড়ে চারজনই। গোটা ঘটনায় শোরগোল পড়ে গেছে বরাহনগরজুড়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর ভোরে ময়লা ফেলতে বেরিয়েছিলেন পরিবহণ দফতরের কর্মী বিকাশ মজুমদার। বাড়ি ফেরার পথে আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। অন্ধকার রাস্তায় ভয়াবহ হামলার মুখে পড়লেও গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশ।

তদন্তে নেমে ক্রমশ সামনে আসে ত্রিকোণ প্রেমের অন্ধকার রূপ। পুলিশের দাবি, বিকাশের স্ত্রী রেখা মজুমদার এবং তাঁর পিসেমশাই প্রবীর দে-র মধ্যে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পর্ক চলছিল। বিকাশ এ সম্পর্কের বিরোধিতা করায় তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দু’জনে। সেই মতো মেটিয়াবুরুজের শামিম লস্কর নামে এক ভাড়াটে খুনি এবং সুশান্ত আদক নামে এক বাইক চালককে মোটা টাকার বিনিময়ে কাজে লাগানো হয়। জিজ্ঞাসাবাদে ক্রমশ উঠে আসে ভয়াবহ সত্য। পুলিশের সন্দেহ প্রথম থেকেই রেখাকে ঘিরে ঘনীভূত হয়। তাঁর অসংলগ্ন জবাব এবং আচরণে তদন্তকারীরা অস্বাভাবিক কিছু আঁচ করেন। পরে রেখার মোবাইল ফোন খতিয়ে দেখতেই পুরো ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। ফোনে মিলেছে পিসেমশাই প্রবীর দে-র সঙ্গে তাঁর একাধিক ঘনিষ্ঠ ছবি, প্রেমালাপের মেসেজ ও ভিডিও কলের হিস্ট্রি।এরপরই লস্কর, সুশান্ত, প্রবীর এবং রেখাকে একে একে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টাসহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। তদন্তকারীদের দাবি, এটি শুধুই ‘ত্রিকোণ প্রেমের’ টানাপড়েন নয়—বরং পূর্বপরিকল্পিত খুনের নৃশংস ছক, যা অল্পের জন্য ব্যর্থ হয়েছে। বরাহনগরের নর্দার্ন পার্কে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। স্থানীয়দের বক্তব্য—“এভাবে পরিবারের ভিতর থেকেই এমন ভয়াবহ ষড়যন্ত্র হতে পারে, তা কল্পনাতেও ছিল না!” ঘটনার তদন্ত চললেও পুলিশ নিশ্চিত—পরকীয়ার নেশায় অন্ধ হয়ে পরিবার ধ্বংস করতে পিছপা হননি কেউই। এবার আদালতেই সিদ্ধান্ত—শাস্তি কতটা কঠোর হবে।

Latest