Skip to content

বেআইনিভাবে গাছ কাটায় বাধা দিতেই আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি!

1 min read

নিজস্ব প্রতিবেদন : সোমবার দুপুর ১ টা নাগাদ গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতের শ্রীকৃষ্ণপুর এলাকায় অবৈধভাবে সরকারি গাছ কাটছিল একদল ব্যক্তি। প্রথমে সেই ঘটনা জানতে পেরে তাদের বাধা দেয় গঙ্গারামপুর ব্লকের পঞ্চায়েত সমিতি সদস্য হেমন্ত বর্মন। বাধা দিতেই হেমন্ত বর্মনের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় গাছ কাটতে আসা রাফেল মুর্মু। এরপরেই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন ঘটনার সাল থেকে সরে গিয়ে গঙ্গারামপুর থানায় খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাফেল মুর্মু কে সার্চ করতে ৭mm পিস্তল উদ্ধার হয়।পুলিশ জানিয়েছে, ৭mm পিস্তল উদ্ধার হলেও তাতে কোন গুলি ছিল না। ঘটনার পর বুধবার গঙ্গারামপুর মহকুমা কোটে নির্দিষ্ট ধারা দিয়ে ধৃত রাফেল মুর্মু কে পাঠায় গঙ্গারামপুর থানার পুলিশ। যদিও অশোকগ্রাম গ্রাম পঞ্চায়েতর অঞ্চল সভাপতি মুক্তারুল সরকার জানিয়েছে, বিজেপির হয়ে মাঝেমধ্যেই এলাকায় মস্তানি করতেন এই রাফেল মুর্মু।

Latest