Skip to content

জঙ্গি হামলার নিন্দা করে ধর্মত্যাগের সিদ্ধান্ত নিলেন বাংলার বাদুড়িয়ার এক শিক্ষক!

নিজস্ব সংবাদদাতা :  কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। আর তার জেরেই রক্তাক্ত হয়েছে বরফে ঢাকা সবুজে ঘেরা ভূস্বর্গ। পহেলগাঁওয়ে পাক মদতপুষ্ট জঙ্গিদের হাড়হিম করা হত্যাকাণ্ড যখন প্রকাশ্যে আসে তখন শিউরে ওঠে ভারত–সহ গোটা বিশ্ব। জঙ্গি হামলার নিন্দা করে ইসলাম ধর্ম ধর্মত্যাগ করার সিদ্ধান্ত নিলেন বাংলার বাদুড়িয়ার এক শিক্ষক সাবির হোসেন। শিক্ষক সাবির হোসেন বলেন, ‘‌আমরা সবসময় বলি জঙ্গিদের কোনও জাত–ধর্ম হয় না। কিন্তু এই জঙ্গিরা ধর্মীয় পথকে ব্যবহার করে নির্মম হত্যা করেছে। ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে মানুষকে হত্যা করেছে। এটা ভুলতে পারছি না। এই ঘটনায় আমি লজ্জিত। আর তাই এমন সিদ্ধান্ত নিয়েছি।

Latest