নিজস্ব সংবাদদাতা : বিশ্ব বর্তমানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী অলিম্পিকের দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে। ৪-৫ই আগস্ট ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয় সাউথ এশিয়ান লাঠিখেলা প্রতিযোগিতা। ভুটানের থিম্পুতে, অলিম্পিকের সময়, লাঠি খেলা নামে পরিচিত আরেকটি ঐতিহ্যবাহী খেলা অনুষ্ঠিত হয়। সেখানেই, বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলার শ্রীজিৎ পাল। বাংলার শ্রীজিৎ পাল ভারতের প্রতিনিধিত্ব করেছেন এবং প্রতিযোগিতায় দুটি স্বর্ণ ও একটি রৌপ্য পদক জিতেছেন, দেশের জন্য গর্ব এনেছেন। ট্রাডিশনাল লাঠি স্পোর্টস এসোসিয়াসেন অফ বাংলার সভাপতি শ্রী জহর দাস এবং সাধারণ সম্পাদক অরূপ চক্রবর্তীর নেতৃত্বে বাংলা থেকে ভারতের হয়ে ২৬ জন প্রতিযোগি অংশ গ্রহণ করে। প্রতিযোগিতায় শ্রীজিৎপালের সাফল্যের জন্য বাবা সমীর পাল , মা সুমনা পাল ভট্টাচার্য্য খুবই খুশি হন। ২৩ বছর বয়সী শ্রীজিৎ পাল কলকাতার বিধাননগরের বাসিন্দা। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ও রাজ্যের ছেলে-মেয়েরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। লাঠি খেলার প্রাচীন ও ঐতিহ্যবাহী মার্শাল আর্টকে তুলে ধরে। মার্শাল আর্ট ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ, যা শারীরিক দক্ষতা, আধ্যাত্মিক বৃদ্ধি এবং দার্শনিক গভীরতার একটি অনন্য মিশ্রণ প্রদান করে।