Skip to content

বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন!

1 min read

নিজস্ব সংবাদদাতা : ভারতীয় প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল ডোম তৈরি করছে বালিগঞ্জের বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম ৷ এর মাধ্যমে আকাশ চিনবেন দর্শক-পড়ুয়ারা ৷ নাগপুরের পর কলকাতায় দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশে দ্বিতীয় কোনও স্থায়ী ডিজিটাল ডোম তৈরি হচ্ছে ৷ এর ফলে দর্শক থেকে পড়ুয়ারা সহজেই আকাশ চিনিতে সক্ষম হবে ৷ বিড়লা ইন্ড্রাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়ামের এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহায়তায় অভূতপূর্ব এক উদ্যোগ।

রাজ্যের প্রত্যন্ত এই এলাকার ছাত্রছাত্রীরা এমন তৎপরতায় বেশ খুশি। ২০শে নভেম্বর বহরমপুর জওহর নবোদয় বিদ্যালয়ের ১২০জন শিক্ষার্থীদের নিয়ে টেকনোলজিক্যাল মিউজিয়াম পরিদর্শন করলো। সোমনাথ বিশ্বাস বলেন কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি কীভাবে কাজ করে, সৌর শক্তি থেকে কী ভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়, মোবাইল ফোন কীভাবে কাজ করে ইত্যাদি নানা জিনিস মডেলের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে এই প্রদর্শনীতে। ছাত্র-ছাত্রীরা মডেল চালিয়ে হাতে কলমে সেই সব বিষয় বুঝে নিতে পারছে। প্রদর্শনীর পাশাপাশি, যখন যে স্কুলে বাসটি দাঁড়াচ্ছে, সেখানে বিজ্ঞান নিয়ে নানা কর্মশালার আয়োজনও করা হচ্ছে। পাশাপাশি জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত নানা ভিডিয়ো দেখানো হচ্ছে ছাত্রছাত্রীদের। টেলিস্কোপের সাহায্যে আকাশ দেখানোর ব্যবস্থাও রয়েছে।তারা সারাদিন জাদুঘরটি ঘুরে দেখে অনেক অজানা জিনিস শিখেছে। নবম এবং একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এটি নিজের চোখে দেখার আনন্দ উপভোগ করেছে। অনেক শিক্ষার্থীই প্রথমবারের মতো কলকাতা শহর দেখছিল।

Latest