Skip to content

বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ ও ধর্মঘট!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : বেতন বৃদ্ধির দাবিতে মেদিনীপুর পৌরসভার গেট আটকে বিক্ষোভ ও ধর্মঘটে সামিল হয় সাফাই কর্মীরা মেদিনীপুর পৌরসভায়।সাফাই কর্মীদের দাবি, দীর্ঘ ২০/২৫ বছর ধরে তারা পুরসভা এলাকায় সাফাইয়ের কাজ করছেন, কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হয়নি, তারা বারবার আন্দোলন করেছেন এবং শুধুই প্রতিশ্রুতি পেয়েছেন। কোন কাজ হয়নি, অবশেষে বৃহস্পতিবার থেকে তারা শ্রমিক ধর্মঘটের ডাক দিল। সাফাই কর্মীদের আন্দোলনের জন্য মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় বন্ধ থাকছে জঞ্জাল ও আবর্জনা পরিষ্কারের কাজ। সাফাই কর্মীদের দাবি সকাল থেকে আন্দোলন চলছে এখনও পর্যন্ত পৌর কর্তৃপক্ষের তরফে কেউ এসে কথা বলেনি তাদের সঙ্গে।

Latest