কৌস্তভ মজুমদার : ভবানীপুরের ৭০ ওয়াডে যুবদল ক্লাবের কালীপূজো ৫০তম বর্ষে পা রেখেছে। বাঙালির দুর্গা পুজো শেষ মানেই শ্যামা পূজার আগমন আর সেই পুজোতে মেতে ওঠেন কলকাতা শহরের ভবানীপুরে ৭০ ওয়াডের সমস্ত পূজা কমিটিরা।

এ বছর আমাদের পুজো ৫০ তম বর্ষে পা দিয়েছে। প্রতিবছর কিছু না কিছু চমক থাকে আমাদের পুজোতে প্রচুর মানুষ ভিড় করে আমাদের এই মন্ডপ ও প্রতিমা দেখার জন্য।

উদ্বোধন করল বিখ্যাত জ্যোতিষ ডঃ সোহিনী শাস্ত্রী,কাউন্সিলর অসীম বসু,হিরণ মজুমদার,সদেশ সাহা ও ক্লাবে কর্মীবৃন্দরা। ক্লাবের সদস্যরা পুজোর সময় একাধিক সামাজিক কর্মসূচিও গ্রহণ করেন। এ বছর তারা এলাকা দুস্থদের বস্ত্র বিতরণের মাধ্যমে পুজোর সূচনা করেন।