Skip to content

বিহারের জেহানাবাদ জেলায় পদপিষ্ট হয়ে ৯ জন পুণ্যার্থীর মৃত্যু!

নিজস্ব সংবাদদাতা :  রবিবার রাতে বিহারের জেহানাবাদেবারাবার পাহাড়ের উপর এই মন্দিরে উপচে পড়েছিল কানওয়ারিদের ভিড়। মধ্যরাত সাড়ে ১২টা নাগাদ এই মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। তাঁদের মধ্যে পাঁচজন মহিলা। এছাড়াও মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও ধারণা করছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম আরও ১২ জন।জেহানাবাদের মাকধুমপুর এলাকায় বারাবার পাহাড়ের মাথায় মন্দিরে পুজো দেওয়ার জন্য বিপুল সংখ্যক কানওয়ারি জড়ো হয়েছিলেন মধ্যরাতে। স্থানীয় বাসিন্দাদের মতে ভিড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল না দুর্ঘটনাস্থলে। কানওয়ারিদের উপর পুলিশ লাঠিচার্জ করে বলেও অভিযোগ। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা। পুলিশ সুপার ও জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Latest