নিজস্ব সংবাদদাতা : ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ের বারাউনি জংশনে। শনিবার বারাউনি জংশনের প্ল্যাটফর্ম ৫-এর কাজে নিযুক্ত ছিলেন তিনি। বেলার দিকে ওই স্টেশনেই ঢোকে লখনউ-বারাউনি এক্সপ্রেস। রেল সূত্রে খবর, এই ট্রেনের কাপলিং খোলার চেষ্টায় ছিলেন অমর। যদিও হঠাৎ ট্রেনটি উল্টোদিকে পিছিয়ে আসায় দুটি বগির মাঝের অংশে থাকা অমর পিষে যান। ঘটনাস্থলে আরও কয়েকজন রেলকর্মী ছিলেন। তারা সঙ্গে সঙ্গে অ্যালার্ম বাজিয়ে বাকিদের ডেকে আনেন। ট্রেন চালকও নিজের কামরা থেকে বেরিয়ে এসে ঘটনাস্থলে পৌঁছন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর যখন দুটি বগিকে আলাদা করা হয় ততক্ষণে অমরের মৃত্যু হয়েছে। বারাউনি জংশনে ট্রেন নম্বর ১৫২০৪ লখনউ-বারউনি এক্সপ্রেসের শান্টিংয়ের সময় অমরের মর্মান্তিকভাবে মারা গেছে।