কলকাতা, নিজস্ব সংবাদদাতা : শুক্রবার জামিন পেলেও জামিনের অর্ডার কপি তিহাড় কর্তৃপক্ষ না পাওয়ায় শনিবার জেল থেকে ছাড়া পেলেন না অনুব্রত মণ্ডল। উলেখ্য, কোর্টের অর্ডার কপি না পেলে, জেলে থাকা কাউকে মুক্তির নির্দেশ দিতে পারে না সংশোধনাগার কর্তৃপক্ষ। তাই বলা যায় সোমবার হয়ে যাবে জেল থেকে বেরোতে। জামিনের খবর পাওয়ার পরই মেতে উঠেছিল একাধিক কর্মী-ভক্তরা মিষ্টি বিলি হয়েছে, উড়েছে আবিরও। তারই মাঝে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, 'বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে। আমি বলেছিলাম বীরভূমের বাঘকে খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না। খাঁচায় যখন আটকে থাকে শিয়ালরা হায়নারা হাউ হাউ করে। কারণ বাঘ ভিতরে আছে। বাঘ বেরিয়ে গেলে আবার তারা লেজ তুলে পালায়। তারই সাথে সাথে ফিরহাদ বলেন, “আমরা আনন্দিত। আমাদের একজন নেতা বীরভূমে ফিরবেন। রাজনৈতিকভাবে তাঁকে আটকে রাখা হয়েছিল। সত্যের জয় হবে, সত্যের জয় হচ্ছে। সে কারণেই তো অরবিন্দ কেজরীবাল থেকে অনুব্রত মণ্ডল, সকলেই জামিন পেলেন।”