Skip to content

বিনিয়োগ এবং কর্মসংস্থানই ভবিষ্যতের রাস্তা, সেই পথই আরও স্পষ্ট হবে মঙ্গল-বুধে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে!

1 min read

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারে সম্মেলনের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মেলনে থাকার কথা মুকেশ অম্বানী, নিরঞ্জন হীরানন্দানি, সজ্জন জিন্দল, হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা-সহ দেশের প্রথম সারির শিল্পপতিদের। উপস্থিত থাকার কথা ইংল্যান্ড, ইটালির মতো বিভিন্ন দেশের শিল্পপতিদেরও। মুখ্যমন্ত্রী মমতার পৌরোহিত্যে বাণিজ্য সম্মেলনের প্রাথমিক লক্ষ্য রাজ্যের জন্য বিনিয়োগ ও কর্মসংস্থান।এই বাণিজ্য সম্মেলনের আগে বিনিয়োগ টানার লক্ষ্যেই গত সেপ্টেম্বরে স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। স্পেনীয় ও মরুদেশের বণিকমহলের সামনে বাংলায় বিনিয়োগের যে নতুন নতুন ক্ষেত্র প্রস্তুত হয়েছে গত এক দশকে, তা তুলে ধরা হয়েছিল রাজ্য সরকারের তরফে। দেশের প্রথম সারির শিল্পপতিদের একটি দলও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়েছিল। তারাও আন্তর্জাতিক মঞ্চে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ ও নতুন পরিসরের কথা তুলে ধরেছিল মাদ্রিদ, বার্সেলোনা এবং দুবাইয়ে।ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিনিয়োগের কী পরিবেশ রাজ্যে রয়েছে তা বিশেষভাবে তুলে ধরতে মরিয়া প্রশাসনিক আধিকারিকরা আন্তর্জাতিক শিল্প মহলের কাছে। এর সঙ্গে এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে রাজ্যের নজরে দশটি বিষয়ে বিনিয়োগ আনা। ছোট ও মাঝারি শিল্প, কৃষি, তথ্যপ্রযুক্তি, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য, পর্যটন, আন্তর্জাতিক ব্যবসা, শিক্ষা ও কারিগরি, ক্রিয়েটিভ ইকোনমি, ইনক্লুসিভ ইকোনমি।

May be an image of 1 person, map and text that says "Hon'ble Chiefinister Chief Mamata Banerjee will inaugurate Biswa Bangla Exhibition Centre world-classservice provider exhibitions Key attractions Biswa Bangla Exhibition Centre: The exhibition spreao across lakh sq.ft., has wo exhibition halls, conferencehalls, VIP lounge, shopping arcade court exhibition fthe main block Business centre and pantry facilities Connected Biswa Bangla Convention Centre through corridor spread sq.ft. and For exhibiting heavy machinery atn international standard, Biswa Bangla Exhibition Centre will become stellar example advanced acilities the world trade and business shows. Date: 21.11.23 Venue: Biswa Bangla Exhibition Centre Department of Urban Development Municipal Affairs, Government West Bengal"

Latest